বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিসিক শিল্প নগরী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহবায়ক হিরাজ আলী। এসময় উপস্থিত ছিলেন বিসিকের উদ্যোক্তাগণ।
এসময় ৫টি সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, বিসিকের কেন্দ্রীয় পাম্পের মাধ্যমে সকল ফ্যাক্টরীর পানি সাপ্লাই করা হয়ে থাকে। কিন্তু বিগত দুই মাস যাবৎ এ পাম্পটি নষ্ট হয়ে আছে। একমাত্র পানির উৎস হওয়ায় উৎপাদন কার্যক্রম দূরের কথা আমাদের কর্মচারীদের নিত্য ব্যবহার্য পানিও পাচ্ছি না। সকল ফ্যাক্টরী বন্ধ হওয়ার পরও বিসিক অফিস ধীর চলো নীতিতে এগুচ্ছে। অধিকন্তু তারা আমাদের পানির সমস্যার সমাধান না করে নিজেদের অফিসের পানির সংস্থান করতে আলাদা টিউবওয়েল বসাচ্ছেন। অথচ উক্ত পানি সাপ্লাইয়ের জন্য বিসিক বাধ্যতামুলকভাবে সকল ফ্যাক্টরী হতে মাসিক বিল আদায় করে থাকে।
এসময় তিনি আরও বলেন, ড্রেনেজ ও পানি নিস্কাষণ সমস্যা, ভঙ্গুর রাস্তা, বিভিন্ন অফিসের হয়রানি, নিরাপত্তা সমস্যার কথা তুলে ধরেন। এবং সমাধানের লক্ষ্যে ৬ দফা দাবি তুলে ধরেন। জরুরী সেবা ও মানবিক দিক বিবেচনায় পানি সমস্যার তাৎক্ষনিক সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। মৌলভীবাজার বিসিক শিল্পনগরীর ড্রেনের পানির নির্গমন পথ পশ্চিম দিকের সরকারী খাল পর্যন্ত নিয়ে যাওয়া এবং এজন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ। বিসিকের একদিকের ড্রেনেজ এর চলমান কাজ মান নিরিক্ষণপূর্বক দ্রæত সমাপ্তিকরণ ও অপর দিকের ভেঙ্গে যাওয়া ড্রেন পুণ:নির্মানে উদ্যোগ গ্রহণ। অবিলম্বে ভঙ্গুর রাস্তার সংস্কার করণ। বিসিক ক্ষুদ্র-শিল্পকে বাঁচিয়ে রাখতে জেলার সমন্বয় সভায় বিভিন্ন লাইসেন্সিং সংস্থাকে অহেতুক হয়রানি বন্ধে নির্দেশনা প্রদান। বিসিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও স্ট্রিট লাইটের ব্যবস্থাকরণ।
Leave a Reply