স্টাফ রিপোর্টার॥ নুযহাত নাসরিন মুমু এবার ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে লেখাপড়া করে উচ্চতর ডিগ্রি নিয়ে বড় ডাক্তার হয়ে গ্রাম—বাংলার অবহেলিত দরিদ্র মানুষের সেবা করতে চায়। সে ২০২৪ ইংরেজি সনের মেডিকেল ভর্তি পরীক্ষায় ১০০ মার্কের মধ্যে ৭৮.২৫ নাম্বার পেয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ভর্তি হবার সুযোগ পেয়েছে। সারাদেশের উত্তীর্ণদের মধ্যে তার মেরিট পজিশন ৬৪৮। এতে তার গর্বিত পিতা—মাতা, দাদা—দাদী, আত্বীয়—স্বজন আনন্দিত। সে মৌলভীবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্রী ছিল। সে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মিয়ারকান্দি গ্রামের সুলেমান মিয়ার বড় মেয়ে, ইসরাইল মিয়ার নাতনী। মো. সুলেমান মিয়া মুন্সিবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত জনপ্রিয় ফামেসী ‘সেবা ফামের্সীর’ সত্ত্বাধিকারী ও মুন্সীবাজার বণিক সমিতি ও কেমিস্ট সমিতির অন্যতম সংগঠক, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মাতা শামীমা নাসরিন একজন গৃহিণী একজন পরিশ্রমী কেয়ারনেস মমতাময়ী মা। নুযহাত নাসরিন মুমু বলে এ সাফল্যের পেছনে তার মা বাবা শিক্ষকমন্ডলীর অবদান সব চেয়ে বেশি। সে খুবই পরিশ্রমী লেখাপড়ায় সব সময় মনোনিবেশ থাকে। মুমু তার সাফল্যের চূড়ান্ত চূড়ায় যেতে চায়।
Leave a Reply