সত্যে রাগিনী তুমি
মোস্তাক চৌধুরী
স্বপ্নচারিনী তুমি— তুমি পুষ্পলতা
সত্য সুন্দর রাগিনী তুমি
তুমি আমার কবিতার পঙক্তিমালা
জুঁই পুষ্পের মহারত্ন তুমি
তুমি আমার আজন্ম কালের প্রাণবায়ূ
তোমার কৃষ্ণ দ্বৈপায়ন আঁখিতে
কী নিষ্পাপ চাহনি
হৃদয় নিংড়ে ক্ষুদ্র ক্ষণে জাগে
উথাল পাথাল ঢেউ।
আমার ফাল্গুনি বাতাসের
পাখ পাখালী তুমি
বসন্ত বিচরনে তুমি জাগ্রত অগ্নি সারথী
ছায়াবৃক্ষের সুখ নিদ্রার সাথী তুমি
স্নিগ্ধ হাসিতে তোমাতে আমি ভাসি
হে বাম পাশের অধিকারিণী
কেড়ে নেওয়া দৃষ্টির মায়াবী দৃষ্টিক্ষণ
তোমার উজ্জ্বল চুলের বিনুনি
অল্প সাজে ঝলসপ গেলো আমার আঁখি।
তুমি বঙ্গ শাড়ীর সাজে নারী
আমার চোখে বঙ্গ ললনার পরী
আমার অস্তিত্ব জুড়ে আছো শুধু তুমি
ছিলে না কখন তুমি
তুমি আমার অগ্নিবাণে ধ্বনি
থাকবে অনন্ত জীবন জুড়ে তুমি।
তুমি আমার রাগ রাগিনী
বিরাগিণীও এ ধবনীতে তুমি।
Leave a Reply