মনুকূলের কাগজ রিপোর্টঃ রাজনগর উপজেলার কাটাজুড়ী নিবাসী বিশিষ্ট ব্যবসাহী জনাব আলহাজ্জ্ব মনসুর খান সাহেবের স্ত্রী,সেন্টু খান ও ময়নুল ইসলাম খানের রত্নাগর্ভা জননী আজ বিকাল ০৫:১৫ সময় নিজ বাসভবনে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমিন ছুম্মা আমিন। মরহুমার নামাজে জানাজা রাত নয় গটিকার সময় তাদের নিজ বাড়ীতে অনুষ্টিত হয়। পড়ে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমা দির্গদিন থেকে বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।
এ রত্নগর্ভা মায়ের আত্মার মাগফিরাত কামনা ও শোক সম্মত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বৃবিতি দিয়েছেন মনুকূলের কাগজ পত্রিকা পরিবারের সম্পাদক মন্ডলীর সভাপতি মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, সম্পাদক ও প্রকাশক মোস্তাক চৌধুরী। বৃবিতি দাতারা বলেন এ মমতাময়ী মা একজন পাঁচ ওয়াক্ত নামাজি ইমানদার পরহেজগার আমলদার একজন দিনের খাদিম ছিলেন। পাক রাব্বুল আলামীন যেন এ মাকে জান্নাতের উঁচু মোকাম দান করেন আমিন ছুম্মা আমিন। মরহুমাকে যেন খোদা জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমীন।
মোস্তাক চৌধুরী বলেন ছাত্র জীবনে এ মায়ের হাতের অনেক আদর স্নেহ পেয়েছি। আমাকে তিনি নিজের ছেলের মতো আদর স্নেহ করতেন। এ মহান রাব্বুল আলামীন এ মায়ের সকল গুনাহখাতা মাফ করে জান্নাত নছিব করুন আমিন।
Leave a Reply