দেশটা এখন ফাঁকা
মোস্তাক চৌধুরী
দুঃখরা সব ছুটি নিয়েছে মেঘবালিকার দেশে
মেঘে মেয়ে সূর্য হাসে ঝড়ের রাত্রি শেষে
অমাবশ্যার রাত্রি যেন চাঁদ মামা হাসে
কেমন দেশে এলাম বাবা
অঝোর ধারায় বৃষ্টি নামে।
অনিল বাবুর চিতা খুড়ে ছাই পেলাম না খুজে
একমুটো ছাই দেছনা বাবা দেখুক অবশেষে
অনিল বাবুর ছেলে এসে ছাই পেল না খুঁজে
বাবার চিতার ছাই গেলো কই অমঙ্গল
এলো বুঝি দেশে।
মঙ্গল অমঙ্গল নেইরে দেশে সব গেছে খশে
সত্য মিথ্যা নেইরে বাবা দেশটা এখন ফাঁকা
গুলির উপর দেশটা আছে, কথা বলতে মানা
দেশের চাকা চোরাবালিতে আটকে গেছে একা
বাবা দেশটা এখন ফাঁকা।
Leave a Reply