স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আপ্পান আলীকে নিয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজ এর দেয়া এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মো: আপ্পান আলী৷
শনিবার (১৮মে) সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজ এর সমর্থনে কামালপুর বাজারে আয়োজিত সমাবেশ তাজুল ইসলাম বলেন কামালপুর ইউপি চেয়ারম্যান মো: আপ্পান আলী তালগাছের চারা রোপণের জন্য সরকার কর্তৃক পাঁচ লক্ষ টাকা নিয়েছে৷
উক্ত বক্তব্যের জেরে ইউপি চেয়ারম্যান মো: আপ্পান আলী তার ফেইসবুক একাউন্টে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেন—
“গতকাল আমাদের কামালপুর বাজারে উপজেলা নির্বাচনের প্রার্থী তাজুল ইসলাম সাহেবের জনসভা ছিল। আমি শুনেছি এই জনসভায় আমার ছোট ভাই তাজুল ইসলাম বলেছেন আমি নাকি সরকার থেকে পাঁচ লক্ষ টাকা এনেছি তাল গাছের চারা রোপণের জন্য যাহা সম্পুর্ণ অসত্য কথা। তাজুল ইসলাম আমাকে বড় ভাই হিসাবে আমার প্রতি সম্মান রেখে কথাগুলো বলেছেন আমি ও আমার ছোট ভাই হিসাবে স্নেহরেখে এই বক্তব্যের প্রতিবাদ করলাম।আমাদের ১২ টি ইউনিয়ন নিয়ে সদর উপজেলা পরিষদ। আমাকে একা পাঁচ লক্ষ টাকা তালগাছের চারা রোপণের জন্য সরকার দিলেন, উনার ইউনিয়ন সহ আরো ১১টি ইউনিয়ন কেন পেলোনা কারন কি।
আমি চ্যালেঞ্জ করলাম উনাকে আমি পাঁচ লক্ষ টাকা তালগাছের চারা রোপণের জন্য নিয়েছি বলে যে বক্তব্য দিয়েছেন তা প্রমান করার জন্য। উনি উদ্দেশ্যপ্রনোদিতভাবে সম্পূর্ণ অসত্য কথা বলে আমার ইউনিয়নের মানুষের কাছে আমাকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছেন। আমার ইউনিয়নের মানুষ আমার সম্মন্ধে ভালো জানেন। আমি আবারও বলছি এই বিষয়ে আমি কিছুই জানি না, আমি উনার মিথ্যা বক্তব্যের প্রতিবাদ করলাম। যদি প্রমান থাকে প্রমান করবেন নতুবা মিথ্যা বক্তব্যের জন্য কামালপুর ইউনিয়নের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আবারও চ্যালেঞ্জ করলাম।
Leave a Reply