২৬ জুলাই শনিবার ভোরে ১১ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে আটক ৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, কুমারশাইল সীমান্ত থেকে পুশইন করা ৫ বাংলাদেশিকে শুক্রবার সকালে আটক করে বিজিবি লাতু বিওপির সদস্যরা। তারা হলেন- মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কামার খাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মো: মোরছালিন (২৫), কুলাউড়া উপজেলার শিকাড়িয়া গ্রামের রইছ আলীর ছেলে মো: সুমন আহমদ (২০), মরইছড়া গ্রামের নানু মিয়ার ছেলে মো: মন্টাই মিয়া (১৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের ফিরোজ আহমদের মেয়ে রিতু আহমেদ (৩৬) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো: রুহুল আমিন (২২)।
শনাক্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ২৫ জুলাই ৫ জন ও ২৬ জুলাই ১১ জনতে জিডি মূলে থানায় সোপর্দ করেন। পরে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply