মোস্তাক চৌধুরীঃ আজ রাতের ফ্লাইটে আমি পরিবারসহ আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছি—নতুন এক জীবনের আশায়, নতুন সংগ্রামের পথে, ইনশাআল্লাহ। এই শহর, এই পথঘাট, আপন মানুষের স্পর্শ আর ভালোবাসায় গড়া প্রতিটি দিন আমার জীবনের এক অমূল্য অধ্যায়। সময়ের সীমাবদ্ধতায় অনেক প্রিয় মুখের সঙ্গে আর দেখা হলো না—কাউকে জড়িয়ে ধরা হয়নি, কারও কাঁধে মাথা রাখা হয়নি, মুখে মুখে বিদায়ের শব্দগুলো বলা হয়নি। তবুও বিশ্বাস রাখি—ভালোবাসা তো দেখা বা কথার সীমায় আটকে থাকে না।
আজ হৃদয় ভারাক্রান্ত, চোখের কোণে লুকিয়ে থাকা অশ্রু সাক্ষ্য দেয় —তোমরা সবাই আমার জীবনে কতটা মূল্যবান। দোয়া রেখো, নতুন জীবনের এই যাত্রায় যেন আল্লাহ সহজতা দেন, হালাল রিজিকের দরজা খুলে দেন, আর যেখানেই থাকি—তোমাদের এই অকৃত্রিম ভালোবাসা যেন হৃদয়ে গেঁথে থাকে।
ভবিষ্যতে আবার দেখা হবে—হয়তো অন্য কোনো প্রান্তে, অন্য কোনো সময়ে।
ততদিন প্রার্থনায় রেখো, মনে রেখো।
আলবিদা নয়, ইনশাআল্লাহ আবার দেখা হবে।
*ভালো থেকো, আমার আপনজনেরা।
এই কথাগুলো বললেন হবিগঞ্জ রাজনগর নির্বাসী ঢাকয় কর্মরত বিশিষ্ট ব্যবসাহী একজন সাদা মনের মানুষ। একজন পরোপকারী গরীব দুঃখী মানুষের প্রিয়জন। সকলের কাছে মানুষ বিশিষ্ট সমাজসেবী মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত বাংলাদেশের জনপ্রিয় ডাক্তার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল হাসান তরপদার ছোট ভাই মোহাম্মদ আরিফুল হাসান তরপদার আরিফ ভাই।
আরিফ ভাই স্বপরিবারে স্হায়ী ভাবে আমেরিকা চলে যাওয়ার প্রাক্কালের এই কথা অন্তরের অন্তস্তলে একেবার ধুলায় ধূসর গোধূলির আলোমাখা আকাশপটের উপরে-সেইটুকুই জীবনের কথামালা । যেখানে থাকেন আরিফ ভাই ভাল থাকুন। আর আপনার সাথে জানি না কবে দেখা হবে কথা হবে। আপনি বড় ভাল মানুষ সাদা মাটা সাদা মনের মানুষ। আপনার জন্য শুভ কামনা। আপনার যাত্রা শুভ হউক।
Leave a Reply