ব্রেকিং নিউজ :
বিএনপি যদি রাস্ট্র ক্ষমতায় যায় তাহলে আমরা এই পুলিশকে বিএনপির পুলিশ বানাবো না: জি কে গউছ ময়নুল ইসলাম খানের মমতাময়ী মায়ের মৃত্যুেতে মনুকূলের কাগজ পরিবার গভীরভাবে শোকাহত বিএনপি পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না: বড়লেখায় ডা: জাহিদ চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল উদ্ধার, গ্রেফতার – ১ কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা সত্যে রাগিনী তুমি-মোস্তাক চৌধুরী অরণ্য ফাউন্ডেশন”-এর উদ্যোগে কাঙ্গালী ভোজ বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ
পর্দা উঠলো বিলেতের জনপ্রিয় ক্রিকেট সংগঠন সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগের

পর্দা উঠলো বিলেতের জনপ্রিয় ক্রিকেট সংগঠন সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগের

মোস্তাক চৌধুরীঃ পূর্ব লন্ডনের ফোর্ড স্পোর্টস গ্রাউন্ডে পর্দা উঠলো যুক্তরাজ্যের এথনিক মাইনোরিটির সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট সংগঠন ক্রিকেট প্লেয়ারস্ অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে(CPAM UK)ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের। খেলায় ৮ টি দলের অংশ গ্রহনে জমজমাট এই টুর্নামেন্টটি বৃটেনে আলোচনা ঝড় উটেছে। গতকাল সিপিএএম ইউকে কমিটির নির্বাহী সদস্য সালাউদ্দিন সবুজের উপস্হাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএএম ইউকে সভাপতি জনপ্রিয় কাউন্সিলর সালেহ আহমেদ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকে সেক্রেটারি সৈয়দ করিম রুমেল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্ট্রাইকাস্ এর সরকারি কোচ রাসেল আহমেদ, সিপিএএম ইউকের ফাউন্ডার কনভেনার মুরাদ আহমেদ, সিপিএএম ইউকে সাবেক সভাপতি আব্দুস সালাম,
সিপিএএম ইউকে সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, সাবেক সহ-সভাপতি নিজাম আহমেদ, বর্তমান সহ সভাপতি আকলাসুল মুমিন, নোমান আহমদ দুয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, সাবেক সেক্রেটারি দৈনিক মনুকূলের কাগজ পত্রিকার পরিচালক সৈয়দ করিম ছায়েম, কোষাদক্ষ রেজওয়ান রউফ সহ আরো অনেকে।

উদ্বোধনী দিনে সর্বমোট ৮ টি টিম দ্বারা চারটি খেলা অনুষ্টিত হয় । উদ্বোধনী দিনের খেলায় প্রথম মাঠে বিবি ফাইটার ৫৬ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন ফাস্ট লাইন কে। দ্বিতীয় মাঠের খেলায় ক্যামডেন্ট টাইগার্স ব্রিস্টল মোহামেডান কে ৪ উইকেটে পরাজিত করে। তৃতীয় মাঠের খেলায় বোম্বাস্টিক বুলস ১৬২ রানে পরাজিত করে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবকে। চতুর্থ মাঠের খেলায় লেক ভিউ ২৩ পরাজিত করে টটেনহাম স্পোর্টস ক্লাবকে।

খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকে। এছাড়াও যুবসমাজ কে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুদুর বৃটেনে বাংলাদেশী ক্রিকেটাররা বৃটেনে তাদের খেলাধুলার মাধ্যমে বৃটেন বাংলাদেশীদের আনন্দ দিচ্ছে তারা নিজেরাও ভালো থাকছে। তরুণ প্রজন্মের হাতে খারাপ কাজের বদলে ক্রিকেটের বল তোলে দিচ্ছে এটা আমাদের গর্ব আমাদের অহংকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © Dailymonukulerkagoj.Com
Design & Developed BY Gausul Azam IT