মনুকূলের কাগজ রিপোর্টঃ বড়কাপন শেখেরগাঁও বিএস স্পোর্টস ক্লাবের নামে একটি ব্যতিক্রমী ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ গঠে একটি ক্রিকেট টুর্ণামেন্টের মধ্যে দিয়ে এ বছরের শুরুর দিকে।
বিএস স্পোর্টস ক্লাব মানে ” বড়কাপন শেখেরগাঁও” স্পোর্টস ক্লাব। গেল ২৫ রমজান এ ক্লাবের এক ইফতার মাহফিলের আয়োজন করে মামারবাড়ী হোটেলে।
বিএস স্পোর্টস ক্লাবের পৃষ্টপূষক দৈনিক মনুকূলের কাগজ পত্রিকার পরিচালক বিশিষ্ট ক্রিকেটার বৃটেন কমিউনিটির জনপ্রিয় ক্রিকেটার বিশিষ্ট কমিউনিটি লিডার সৈয়দ করীম ছায়েম বলেন বিএস স্পোর্টস ক্লাবের ক্রিকেট টিম মৌলভীবাজারে অনেক জনপ্রিয় ক্রিকেট টিম। সেঁ তাঁর সার্বিক তত্তাবধানে প্রশিক্ষন ও অনুশীলনের মাধ্যমে অনেক দুর নিয়ে যেতে চায় এ ক্লাবকে।
২৫ রমজান মামারবাড়ী বিএস স্পোর্টস ক্লাবের ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রাজা গীলমান আহমেদ। উক্ত ইফতার মাহফিলে ক্লাবের সকল সদস্যসহ এলাকার মুরব্বিয়ান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পুর্বে এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছিল।
Leave a Reply