মোস্তাক চৌধুরীঃ প্রীতি যুব ও মহিলা কল্যাণ সংস্থা ঢাকা কেন্দ্রীয় সংসদ সম্মাননা সারক প্রদান করে সংগঠনের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক রুবিনা ইসলামকে । এ সম্মান মৌলভীবাজার জেলা প্রীতি যুব মহিলা কল্যান সংস্হা সহ মৌলভীবাজার জেলাবাসীর। ডাঃ রুবিনা ইসলাম মৌলভীবাজার জেলার একজন সামাজিক সাংস্কৃতিক সংগঠক। মৌলভীবাজার জেলার সামাজিক সংগঠক হিসাবে প্রীতি যুব ও মহিলা সংস্থা কেন্দ্রীয় সংসদ তাকে এ সম্মানে সম্মানিত করা হয়। মৌলভীবাজার জেলায় দীর্গদিন থেকে রুবিনা বন্যাদুর্গত মানুষ পাশে দাড়ানো ত্রান বিতরন,গরিব অসহায় দীন দরিদ্র মানুষেকে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা ও ঔষধ পত্র প্রদানসহ সব সময় অসহায় মানুষগুলো পাশে দাড়ানো তার রুটিন মাপিক কাজ। গেল করোনাকালে প্রতিদিন করোনাক্রান্ত মানুষের পাশে ছিল। তাদের চিকিৎসায় পাশে দাঁড়ানো। ঘরবন্দী গরীব অসহায় দীন দরিদ্র মানুষের মুখে আহার তোলে দেওয়া। এসব কারনেই এ সামাজিক সংগঠককে প্রীতি যুব ও মহিলা সংস্থা কেন্দ্রীয় সংসদ এ সম্মানে ভূষিত করে। দৈনিক মনুকূলের কাগজ পরিবার তাকে এ সম্মানে সম্মানিত করায় অভিনন্দন জানিয়ে প্রীতি যুব ও মহিলা সংস্থা কেন্দ্রীয় সংসদকে।
Leave a Reply