মোস্তাক চৌধুরীঃ মুন্নি সাহা চৌকস ও নির্ভীক একজন সাংবাদিক। দেশ জোড়া তার খ্যাতি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। তার সাংবাদিকতা শুরু হয় ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০০৩ সালে মুন্নী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি, ২০১০ সালে এটিএন নিউজের বার্তা প্রধানের দায়িত্বে ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এর প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মুন্নী সাহা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নিউজ কভার করার জন্য ঘুরেছেন বিভিন্ন দেশে। হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরে এলে তার সাক্ষাৎকার নেয়ার সুযোগ হয়েছিল মুন্নীর। জন্ম ২ অক্টোবর ১৯৬৯ সালে মুন্সিগঞ্জে। এসএসসি পাস করেন সেখান থেকেই। মাতা রত্নগর্ভা আপেল রানী সাহা। মুন্নীরা সাত ভাই চার বোন।
Leave a Reply