মুজাহিদ আহমেদঃ শহীদ সাগ্নিক—কবি, ছড়াকার, গীতিকার, আদর্শবাদী মানুষ, একজন জীবনভর সত্যের পাশে থাকা নিঃস্বার্থ বিপ্লবী, আজ তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি শুধু সাহিত্যকর্মী নন—
তিনি এক মানবিক আলো, যিনি নিঃস্ব মানুষের কাঁধে হাত রেখেছেন, যখন কেউ ছিল না। তিনি ছিলেন এবং আছেন—একজন সত্যবাদী, সৎ, নিষ্কলঙ্ক মানুষ, যার জীবনের কাছে কোনো চাওয়া ছিল না, ছিল কেবল মানুষের পাশে দাঁড়ানোর এক অনিঃশেষ প্রতিশ্রুতি।
আজ অসুস্থতা ও আর্থিক দুরবস্থার মাঝে তিনি নীরব, আমাদের উচিত তাঁকে সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়া, যেটি তিনি এক জীবনে অসংখ্য মানুষকে নিঃশব্দে দিয়েছেন।
এই মুহূর্তে আমাদের সামনে প্রশ্ন একটাই—আমরা কি তাঁকে জানাতে পারি, যে তাঁর জীবন ব্যর্থ নয়, যে মানুষ তাঁকে এখনো ভালোবাসে?
বন্ধুরা,
এই আবেদন কোনো দান নয়—এ এক সম্মান ও কৃতজ্ঞতার প্রত্যাবর্তন। একজন মানুষ, যিনি নিজের জন্য কিছু রাখেননি—আজ তাঁর পাশে আমরা যারা শব্দ নিয়ে, স্বপ্ন নিয়ে চলি, আমাদের তো দায় আছে তাঁকে বলতে—আপনি ছিলেন, আছেন, থাকবেন—আমাদের হৃদয়ের আলোকিত পাশে।”
যতটুকু সাধ্য, সময়, সংযোগ—এই মুহূর্তে তা দিয়ে শহীদ সাগ্নিকের পাশে দাঁড়ানোই আমাদের মানসিক সাহচর্যের প্রকৃত পরিণতি।
আসুন, আমরা কেউ একা না থাকি—আসুন, একজন বিপ্লবীর পাশে দাঁড়িয়ে প্রমাণ করি ‘মানুষ মানুষের জন্য’— এ কথা এখনো মিথ্যে হয়ে যায়নি।
Leave a Reply